অক্ষর সাজিয়ে রাখি তোমাকে গড়বো ভেবে
রতিপ্রিয় আসবাব ঠেলে ফের দুয়ারে দুয়ারে হয় কথা ,তার সাথে সত্ত্বায় মিশে একাকার
হয় দাম্ভিক মনন |
তোমাকে গড়বো ভেবে অবেলায় স্নাত হয়
অস্তোমুখ রবি ,ঊর্মিল সাগর সৈকতে
একহাত আর এক হাত স্পর্শ করে
বলে ওঠে ক্ষতি নেই ফিরে যাওয়ায় |
ভীষন ক্ষতি কিছু নেই বলে
ধ্রুব বিশ্বাসের অতন্দ্র প্রহরায়
শৈবলিনী এসে মিশে একাকার
সাগর সঙ্গমে ,
কথা হতো রোজ কথা হতো
কথার ভেতর |
অক্ষর সাজিয়ে রাখি তোমাকে গড়বো ভেবে ,
তারপর,তোমাকে ছড়িয়ে দেবো
আসমুদ্র হিমাচল |
~ ○ ~
রচনাকাল ৬,৬,১৯৭৯