বিবেক // সুদীপ ঘোষাল
.
কুহক // সীমা চক্রবর্তী
শমন // সত্যেন্দ্রনাথ পাইন
পিড়িং পিড়িং – ৩৬ // মাধব মন্ডল
পৌষের একটি সকাল // বাবুল আচার্যী
চিন্ময়ী কুয়াশার জাল ।
জল বিন্দু ওড়ায় হাল্কা পরিভাষা,
মিন্ময়ী ধরণীর বুকে মিশে যাবে,আশা !
যাওয়ার আগে ঝড়ে, গল গল বেদনা ;
কুয়াশা জল হয়ে পড়ে, কি যে যাতনা ।
বড়ো মমতাময়ী তার শীতল বাঁধন ;
লতা ,গুল্মে ,বৃক্ষে ,ঘাসে করে অঙ্কণ ।
স্বচ্ছ স্ফটিক রেখা, জীবনের হয় দেখা ;
——-সবুজের পারে ।
মনুষ্যের ঘরে , মিল মেলাবার তরে ।
কুহেলি,তুমি হতে পারো অভ্রভেদী জাল_
তবু তোমার ব্যপ্তি ছড়িয়ে আছে এ বিশ্বজুড়ে ।
যেখানে কৈলাস, সেখানে তোমার বিশ্বাস ;
হিমেল হাওয়ার পরে চলে, নিশ্বাস- প্রশ্বাস ।
তোমার ঐ কুহেলির ঘরে ;
যেতে ইচ্ছে করে বারেবারে ।
আমার ……
মনের রেশম কোনে ছুঁয়ে যায় কনকনে এক সুর;
আসে সে দরবার থেকে ,—-তুমি আছে বহুদূর ।
এ ব্রহ্মাণ্ডের অগুনতি দ্বারের কত কপাট আছে খোলা !
আমি ভালোবাসি কুহেলির খেলা —শীতের এ ভোরবেলা।
রোদ্দুর চাই রোদ্দুর //সত্যেন্দ্রনাথ পাইন
প্রোমোট // সত্যেন্দ্রনাথ পাইন
.
অজানা পথের যাত্রী // রাহুল মাহাতো
বেরিয়েছি যে পথে
জানি কাউকে পাবো না সাথে।
এও জানি একাই যেতে হবে
ভাবতেও চাই না এপথের শেষ কবে!
কতো এলো কতো গেলো
স্মৃতি টুকু শুধু রেখে দিলো।
আরো আসবে আরো যাবে
সত্যিই একাই যেতে হবে।
অনেক স্বপ্ন অনেক আশা
মনের ভিতর করেছে বাসা।
সব তো পূরন হয় নি
তবুও ভেঙে পড়িনি।
পথ এখন বাকি অনেক
তারই মাঝে হিসাব ক্ষনেক।
ভুল করছি কতো
শিখছি আমি যতো।
কখনো ধেয়ে আসছে আনন্দ বা নিরাসার ছায়া
জানি সবই এ জীবনের মায়া।
পথ এখনো অনেক বাকি…
এখানেই থেমে থাকবো নাকি!
না মরার আগে বাঁচার মতো বেঁচে যেতে চাই
জীবন টা কে জীবনের মতো উপভোগ করছি তাই।।