অতঃপর নদীঘাটে নিভৃতে নৌকোয় পা রাখি
মাজি হই ঘাটেঘাটে কাজি হই তরীটা বাঁধি
প্রেয়সীর পায়ের দাগ খুঁজি পাই নি আজোবধি
অতঃপর ক্ষত ভাড়ে এ দিলে, জলে ভাসে আঁকি।
বহুদিন গত হল কালের তরীতে চড়ে চড়ে
ভেঙে ভেঙে নিজেরে গড়েছি ভাঙি নি কারও মন
প্রেয়সীর আছুদাগি চেয়েছি না করে দমন
কতকাল গত হলে কেউ এসে ভাঙামন গড়ে।
কে গো তুমি বাহুতে বাতেন রেখে কথা কও তেড়ে
নেড়েছেড়ে দেখেছ কী কার যে কত বড় মন
সে মন ভেঙ না ভেঙ না আর করে নাও আপন
অযতা স্বপ্ন দেখে যেও না এমন করে ছেড়ে।
২১ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।