অধরা / / সত্যেন্দ্রনাথ পাইন Leave a Comment / সকালে যে সুর বাজিয়া উঠিল কানে / September 2, 2019 September 2, 2019 / By sahitya patrika সকালে যে সুর বাজিয়া উঠিল কানে সন্ধ্যাকালে নাহি আর শুনি সুখও তেমনি বিচলিত করে বিক্ষিপ্ত হৃদয় পানে। স্মৃতি পড়ে থাকে অনিশ্চয়তায় রসনা অধীর হয় জ্ঞানের ভাঁড়ারে ইন্দ্রিয় গুলো অধরাই হয়ে রয়।।