অধিকারে সচেতন, কর্তব্যে নয়
শ’ দেড়েক বছর আগে
কবি গেছেন মরে
রাত্রি কে তিনি নীরবতার প্রহর
গুণে নীরব থেকেছেন
খান খান হয়ে গেছে মগজের শিরা
সোনার তরীটি মারীচের ঢংয়ে যখন
মায়াবী চিৎকারে সীতারে চায়
কৌশলে শোনা যায়- কেউ
কারোর মত জ্বালায় না আলো
পিশাচ পোশাকে ঢেকে যায় তখনিই
মানবতার অন্ধ অধিকার
লোভে লোভে মনিময় হয় নিঃশব্দ সংঘাত