আমি না টক না ঝাল
না অ- কার না আ-কার
আমি না জীবন্ত না কঙ্কাল
না আলো না আঁধার।।
আমি না শান্ত না কল্লোল
না ঝড় না হিল্লোল
না সুখ না দুঃখ
না জ্ঞানী না মুখ্খো।।
করি বিব্রত হতে পারি ভার
কুলি হয়েও পারিনা ঘোচাতে ভার।
না সাধু না মুনি
না দ্রৌপদী না রুক্মিনী।
করে চলি সুকঠোর সাধনা
সবাই থাকুক বেঁচে সতী সাধ্বী হয়ে– ভাবনা
নারী হোক্ সাবিত্রী এই কামনা।।
আমি না পাথর না প্রাণ
না মানুষ না ভগবান।