অনেক কেঁদে অনেক কেটে
তোমাদের এই সদনে
ঠাঁই যে আমার হল না ভাই
কি জানি কোন কারণে!
হয়তো আমার কপাল মন্দ
তাই পেলাম না যোগ্য কদর
নন্দদুলাল বেবাক বসে
আনন্দে আজ করল সফর।
মন হতে যে ময়লা আমার
বের হল না ভক্তি বাসে
লোভের রুচি হল না বাসি
মরল শুধু হু হতাশে।
যতই বোঝাই আদর করে
বোঝে না সে ভয় তরাসে।
ঊর্ধ্বে তুলি দুটি বাহু
নৃত্যে মাতে কেতু রাহু।
ঠাঁই হারাদের ঠাঁই যে দিতে বদ্ধপরিকর
চললাম আমি ঘর। অনেক দিনের পর।।