জীবন মানে?
তপ্ত মরুভূমিতে চলা
সকাল সন্ধ্যে- দুবেলা।
নিশ্চিত আরাম বলতে?
শৈশব, কৈশোরের ঐ পড়ন্ত বেলা।
যেখানে থাকে না কোনো জ্বালা,পোড়া
নিশ্চিন্ত আশ্রয় আর ঘুম।
ওরই মাঝে-
ছোট্ট কাঁধে স্বপ্ন পূরণের পালা।
দিন রাত এক করে ফেলা
এরই মাঝে মধ্যবিত্তের মোক্ষ লাভ।
বেকার বেলা ছেড়ে
বৈভবেতে চলা।
একাত্ম বোধ আর
এক সাথে চলা
কর্তব্য কর্মে আষ্টেপিষ্ঠে
বেঁধে ফেলা।
মোহ, বড় মোহে
সব মুড়ে ফেলা।
কে বা জানত-
কমলে কালসাপ?
কিশোরী রাজন্যার
ওতেই সব সর্বনাশ!
মরমে মরমে শুধু বিষাদের সুর
নীরবে,নিভৃতে ঘুণপোকার ঘুরঘুর।
শুধু মুখোশ পড়ে থাকা
আর রক্তাশ্রু লুকিয়ে বলা-
‘এই তো,বেশ ভালো আছি।’