ডাইনোসরদের মতন
বিকালগুলোর পতন,
সন্ধ্যে নামছে—
নিকষ কালো অন্ধকার ঘিরছে;
হরিৎ বৃক্ষেরা যেন দানব
প্রকৃতির বৃক্কে কলমির লতা ছায়া মানব
জলতরঙ্গের স্বাভাবিক ছন্দ
রহস্যময়ীর আবেগে অন্ধ।
আমাদেরও দিন শেষ
এখন অন্ধ আবেশ—
নান্দনিকতার লাশ
জনপ্রিয়তায় মেটায় আশ।
বিজ্ঞাপনের ভিড়ে
তুমি বড্ড আটপৌরে
অন্ধকারে তোমার সৌন্দর্য
প্রেতের মতন—হারিয়েছ মাধুর্য
আলোকের অভাবে;
অশরীরী হও অভিযোজিত স্বভাবে।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika