অন্ধকার দেশ!!!
ক্রমাগত আঁধার গড়াচ্ছে দেশের রাস্তায়….
আর চারিদিকে শুধু তীব্র বিধ্বস্ত দুপুর।
সব পোড়ে,দেশ পোড়ে!
দৃষ্টি ছোটে ধর্ষণ আবেগে
মানুষ থাকে না প্রকৃত মানুষ ।
আমি দেখি এক ধর্ষিতা ছোট্ট শিশু
তার গায়ে ছেঁড়া কাপড়,
পোড়া শরীর।
মানুষ,
তার মনুষ্যত্ব বিবেক হারিয়ে দিয়েছে
এক পোড়া খামের হাওয়ায়।
পাওয়া যায় উকিল অপরাধের স্বপক্ষে।
যারা করলো দেশের সেবা,
করলো প্রাণ বিসর্জন দেশে’র লইয়া,
চলে রাজনীতির বইমেলা তাদের নিয়ে।
কত শত হইলো খালি মায়ের কোল,
কত শত শিশু হারাইল তাদের হৃদয়।
তা নিয়ে নেই কোনো ব্যাপ্ত মাথাব্যাথা,
চলে শুধু ধর্মের নামে হানা হানি।
স্বাধীন দেশ হয়েছে পরাধামে রক্তমাখা,
অর্জিত হয়নি প্রকৃত স্বাধীনতা,
আমার স্বাধীনতা অনুভব করি
ভঙ্গির বিবেকহীন আপাত দৃষ্টি তে।