ও কাকী, কলে জল নিতে
বোতল নিয়ে এসো না।
এভাবে চললে, কিছুদিন পর
আর খাওয়ার জল পাবে না।
.
.
কেন রে, তোর বাবার কল
জল দিবি না বলছিস।
সরকারের কলে জল নেব
তুই কেন বাধা দিচ্ছিস।
.
.
যত খুশি জল নাও কাকী
জল নষ্ট কোরো না।
জলের অপচয় বন্ধ না করলে
কোন সরকার তোমায় জল দিতে পারবে না।
.
.
ঠিক বুঝলাম না বাপ্
একটু বুঝিয়ে বল্।
মুখ্যুসুখ্যূ মানুষ আমি
কেন বলছিস, আর পাব না জল।
.
.
শুধু তুমি একাই নয় গো কাকী
আমরা সবাই ভুগব।
জেনে বুঝেও জল নষ্ট করলে
সবাই আমরা তৃষ্ণার্ত হয়ে মরব।
.
.
আমরাই দায়ী এর জন্য
জঙ্গলকে মরুভূমিতে পরিণত করি।
হাহাকার এখন জলের জন্য
চল, এবার তৃষ্ণার্ত কাক হয়ে মরি।
.
.
এটাই তো হওয়ার ছিল
হবে এবার জলের জন্য যুদ্ধ।
তৈরী থেকো বন্ধুগণ,
থামাতে পারবে না, কোন বুদ্ধ।।
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika