![]() |
জীবনটা আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছে |
তুমি চলে যাবার পর
এ জীবন পরিচর্যাহীন ঘর-বাড়ি।
উঠোন ভরা সেঁতসেঁতে পিচ্ছিল শ্যাওলা,
মরা শুকনো পাতা, কিছু আগাছা
আর সাপ ব্যাঙের আবাসস্থল।
তুমি চলে যাবার পর
এ জীবন এঁটো বাসন-কোসনের মতোই অবহেলিত।
ভাঙা গ্লাস, ফোঁটো থালা, আর
মরচে ধরা পাতিল রোজ জানান
দেয়,
জীবনটা আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছে
আধমরা পৃথিবীর সঙ্গে।
তুমি চলে যাবার পর
এ জীবন পরিত্যক্ত নোংরা জামা-কাপড়।
অযত্নে এলোমেলো পড়ে আছে
ঘরের চার-চতুরদিক,
বিষাক্ত জীবনবোধ এখন আর
কেউ পরিষ্কার করেনা,
কোনো ধোপা নেই কঁচলে দিতে জীবন।
তুমি চলে যাবার পর
এইসব জীবন-যাপন আমার।
এইসব…. এইসব….
১৯ জৈষ্ঠ্য, ১৪২৬।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika