শান্ত স্বাভাবিক নির্মল ইচ্ছে—-
স্তব্ধ দুপুর
চোখে লেগে আছে
দুঃখের সৌরভ
একা বসে আছি নদীর চরে
গাছতলায়
বিকেলের অস্তরাগে
সন্ধ্যা নামবে ধীরে
তোমার পথপানে চেয়ে
এগিয়ে চলি
সময়কে দূরে ফেলে
জীবন গড়িয়ে যাবে বিষণ্ণ বেলায়
নুন মেশানো
প্রাক্তন ভালোবাসার সমতলে
১৬বৈশাখ১৪২৬