
আবার এসেছে দোল উৎসব
নিধুবন আলো করে
গোপিনীর দল গাঁথে মালিকা
বন ফুল সমাহারে।
মিলন কুঞ্জ সাজাবে যে আজ
রাধা কৃষ্ণের তরে
দিকে দিকে তাই রবির কিরণে
স্বর্ণ রেণু ঝরে।
ফুল শৃঙ্গারে সেজেছে রাধা
পরনে হলুদ বসন
কৃষ্ণের সাথে খেলবে হোলি
সাথে লয়ে গোপিগণ।
আর তো সয় না বিরহ যাতনা
কতোক্ষণ কতো পল আর
ফাগের রঙেতে রাঙিয়ে দেহ
যাবে সে কৃষ্ণঅভিসার।
কুঞ্জবনও ছেয়ে গেছে আজ
লাল শিমুল পলাশে
কৃষ্ণচূড়াও সিঁদুর রঙের
তোলে হিল্লোল বিলাসে।
পিচকারি ভরা আবীর গুলাল
রঙের বন্যা বইছে
কদম তলায় একা নিরজনে
অপেক্ষার প্রহর গুনছে।
রাধিকার মন বড় উচাটন
আসে না কেন সখা
কুন্তল ফুল যাচ্ছে খসে
কখন পাবে দেখা।
শ্যামল বরণ অঙ্গ টি তার
ভরে দেবে গুলালে
খেয়া খানি দোহে ভাসিয়ে দেবে
প্রেম যমুনার জলে।
শ্যামের লাগি বসন্তসখাও
মধুর সুরে ডাকে
যুগ যুগ ধরে রাধিকা এভাবেই
শ্যামের প্রতিক্ষায় থাকে।