কালো মেঘ জমে ওঠে
আকাশ দুলে ওঠে বাতাসে
উত্তাল হয়ে ওঠে দুনিয়া
দেশে দেশে তুফান বারে বারে
স্পার্টাগাস থেকে প্যারি কমিউন
সোভিয়েত থেকে চীন হয়ে ভিয়েতনাম
বৈশাখী ঝড় গোধূলি সন্ধ্যায়
আমের মুকুল ঝরে পড়ে
সমাজ কাননে কলি ফোঁটে রাতে
রাত না পোহাতে
কলি ঝরে পড়ে ঝড়ে
দস্যুর আক্রমণে
ফোটে না সে কলি জীবনে
জীবন দীপ নিবে যায় বারে বারে।
পরিবর্তনের অনিবার্য নিয়মে
অবশেষে রক্তলাল আকাশ
মেঘ ভেঙে বৃষ্টি নামে
কলি ফুল হয়ে ফোটে
তুফানের অবসান
রাতের আঁধার শেষে
সূর্যের উদয়।