বুঝলে যেদিন আসছি তোমার কোলে
ভেবেছিলে আমি বোধহয় ছেলে।
নিচ্ছ আশীষ গুরুজনে যবে
‘খোকা হোক’ বলছে যেন সবে।
বই এর পাতায় খুঁজে দেখে নাম
পূজা দিতে যাচ্ছে তারা ধাম।
ঘটা করে অন্নপ্রাশন দিবে
স্যাকরা ডেকে মোটা হার গড়াবে।
শুনছি সবই পেটের ভেতর থেকে
ইচ্ছে করে বলতে তোমায় ডেকে-
‘মেয়ে আমি’ নয়তো তোমার ছেলে
তুমিও মা নেবে না কি কোলে?
তিলে তিলে বাড়ছি, এখন ভ্রুন
জানলে আবার করবে না তো খুন?
নয়তো মা গো আমি তোমার খোকা
আসব যেদিন, খাবে তুমি ধোকা।
সবাই মিলে দুঃখ পাবে কত
জানি আমি দারুণ অবাঞ্ছিত।