অভিমানী বর্ষা // ছন্দা পাল Leave a Comment / দক্ষিণে তুমি এত উদাসীন / July 16, 2019 July 16, 2019 / By sahitya patrika এ কেমন বর্ষা , অচেনা তুমি সবার কাছে উত্তরে তুমি ঝড়ছো অঝোরেদক্ষিণে তুমি এত উদাসীন , মেঘের ঘরে তোমার লুকোচুরি খেলাকেন তোমার এত অভিমান , শ্রাবনের ঘরে পা চুবিয়েছলাৎ ছলাৎ তোমার চলা অন্তহীন অপেখ্যায় ছাতক যেমন. চেয়ে থাকে আকাশ পানে সবার দুচোখ অপেক্ষায়. . তোমার আগমনে …