মন খারাপের অজুহাতে
আকাশ সমান অভিমানে
হারিয়ে ফেলি নিজ আমাকে।
মন খানা তো মেঘ ফানুসে
আঁকছে কত রঙধনু যে
ফিরবে না ঘর পথিক হবে।
মেঘেরে রাজা জানতো যদি
মেঘ পৃথিবীই তার যে বাড়ি
বিষণ্ণ আর মেঘলা রাতে
বৃষ্টি হয়ে ঝরত না সে ।
মেঘলা জীবন বিষণ্ণতা
অনন্ত এক হারিয়ে যাওয়া
দুঃখ দিনের গান গাওয়া।
জীবন নদীর এপার ওপার
দৃষ্টি হারায় ঝাপসা চোখে
আমি না হয় অবাক হয়ে
তাকিয়ে থাকি দূর আকাশে।
মন হারানো বেদনারা
উড়ে বেড়ায় আকাশ মাঝে
চোখের দৃষ্টি চোখেই থাকে
মনের আকাশ কেঁদে ওঠে
অতৃপ্ত কোন তৃষ্ণাতে।