চোখের নিমেষে মহাকাশের দিকে দৃষ্টিপাত করলে ,ভেসে ওঠে ধূসর অগভীর এক রেখা।
সময়ের চলাচলকে আটকে দেয়,,
কান্ত,শ্রান্ত মনের পরিচয় দেয়…..
চোখের কোনায় ভেসে ওঠে —-
কিছু অচেনা মুখ,মনে পরে কিছু হারিয়ে যাওয়া গোলমেলে ধূসর স্মৃতি।
কিছু খোঁজার জন্যে মন থেকে চঞ্চল….
তবু কাজে মন মানতে চায় না।
তারপর ঝিমনো দুই চোখে দেখি বহুদূরের সেই তমসচ্ছন্ন কক্ষেতে।
কর্ম আছে…তবুও বহুদূরে…হাত বাড়ালেই পাবো কিছু একটার সন্ধান।
কিন্তু শিহরণ জাগে চিন্তার জগতে…ভয়ে ভয়ে ভাবি কি লাভ ওইসব স্মৃতিচারণ করে…..
মনের বিস্তীর্ণ মেঘ বলে—-“ওসব তো আবছা জালে আটকানো অলস স্মৃতি”।