বিভেদের বেড়াজাল ভেঙে জানি,
একদিন ঠিকই ফিরে আসবে দ্বারে।
আগত সেই দিনের অপেক্ষায়।
হৃদয়ের দরজায় কড়ানেড়ে,
জানান দিচ্ছে তোমার আগমনী বার্তা।
তোমার উপস্থিতির সেই সুঘ্রাণ,
আজও করে তোলে আনমনা।
উদ্যম বেগে ছুটে চলা নদীর মত,
সমস্ত সত্বাজুড়ে শিহরণ জাগছে।
বসন্তের ছোঁয়ায় আন্দোলিত নব-যৌবন।
গহীন বেলাভূমি তোলপাড় করছে;
দিকে দিকে সুরধ্বনি শোনা যাচ্ছে,
সঞ্চারণ জাগছে নিষ্ফল প্রাণে।
শুষ্ক ভূমিতে জলপ্রপাত অবিরত।
ভীত,সন্ত্রস্ত হিয়া কাঁপছে থরথর।
এ নয়তো দীর্ঘশ্বাস;
রুদ্ধশ্বাসে বক্ষ কাঁপে।
অক্ষি মাঝে তন্দ্রা জাগে।
দ্বিগবিদিক ছুটছে খাম-খেয়ালী মন।
একদিন ঠিকই ফিরে আসবে দ্বারে।
আগত সেই দিনের অপেক্ষায়।
হৃদয়ের দরজায় কড়ানেড়ে,
জানান দিচ্ছে তোমার আগমনী বার্তা।
তোমার উপস্থিতির সেই সুঘ্রাণ,
আজও করে তোলে আনমনা।
উদ্যম বেগে ছুটে চলা নদীর মত,
সমস্ত সত্বাজুড়ে শিহরণ জাগছে।
বসন্তের ছোঁয়ায় আন্দোলিত নব-যৌবন।
গহীন বেলাভূমি তোলপাড় করছে;
দিকে দিকে সুরধ্বনি শোনা যাচ্ছে,
সঞ্চারণ জাগছে নিষ্ফল প্রাণে।
শুষ্ক ভূমিতে জলপ্রপাত অবিরত।
ভীত,সন্ত্রস্ত হিয়া কাঁপছে থরথর।
এ নয়তো দীর্ঘশ্বাস;
রুদ্ধশ্বাসে বক্ষ কাঁপে।
অক্ষি মাঝে তন্দ্রা জাগে।
দ্বিগবিদিক ছুটছে খাম-খেয়ালী মন।