নারীবাদী নয়, নারী বিদ্বেষী নয়, নারী সঙ্গ বড় ভালো লাগে তার
পথচলতি পু্রুষতন্ত্রের উপন্যাসে
সুন্দর ঝকঝকে গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকা
মসৃণ নারী দৃষ্টি ঘূর্ণিঝড়ের মতো শরীরে
আঘাত করে।জোচ্চোর পুরুষের লোলুপতা
ভয়াবহ হয়ে বন্ধ্যা আলোয়
সুযোগ খোঁজে।
এক ঝুড়ি সবুজ আঙুর উন্নত বুকে যেন
কাঠামো বানায় পুরুষ চাউনির মোহে
দেউলিয়া গাড়ি বারান্দা
বাসের অপেক্ষায়
ধ্বনিত হয়। ট্রাজিক রোমান্স
পুরুষ, নারীর অসহায়তা তখনি
জোড়াতালি দিতে চায়
আগ্নেয়গিরির কামুকতায়
অনাবৃত কামনা ফুটে ওঠে
আঁধারের কৃষ্ণ মেঘে।।