ভ্রম // শ্যামল কুমার রায়,
বসন্ত // শ্যামল কুমার রায়,
স্বপ্ন // ডঃ সুহাস রায়
.
ঝড়বৃষ্টির শেষে
শীতল বাতাস এসে
জুড়িয়ে দিল প্রাণ
গেয়ে উঠি গান।
রাত্রি হল নিঝুম
জমিয়ে হল ঘুম।
স্বপ্ন ঘুমের মাঝে
দেখি প্রিয়ার সাজে
তোমার মুখখানি
আমার মনের রাণী।
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
.
ঝড়বৃষ্টির শেষে
শীতল বাতাস এসে
জুড়িয়ে দিল প্রাণ
গেয়ে উঠি গান।
রাত্রি হল নিঝুম
জমিয়ে হল ঘুম।
স্বপ্ন ঘুমের মাঝে
দেখি প্রিয়ার সাজে
তোমার মুখখানি
আমার মনের রাণী।