আগমনী // সবিতা কুইরী Leave a Comment / শিউলি যেন বলল হেসে / August 22, 2019 August 22, 2019 / By sahitya patrika ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি যেন বলল হেসে,শরৎ দাদার সঙ্গে জুটি পদ্ম দিদি সাঁতার কাটে।ঢাকের কাঠির তালে তালে কাশফুলের ঐ মাথা দোলে।বনের পাখী গান ধরেছে কচিকাঁচা লাফিয়ে নাচে।মনোরম এই পরিবেশে আগমনীর খবর আসে।