আহারে! বনানীও পুড়ে যায় আগুনে
তামাসাকার ব্যস্ত ছবি তোলার ফাগুনে।
ছি ধিক্, উৎসুক জনতা তোলছে ছবি
তাজরিন, নিমতলী, চুড়িহাট্টা ভোলছে সবি।
বলি, সবে একদিন ভুলে যাবে বনানীও
বিবেকও ঘুমিয়ে পড়বে তা জেনে নিও!
আগুন, যেখানেই বিপদ সেখানেই তামাসাকার
ওরে নির্বোধের দল, ভালো হবি কবে আর?
জাগো,ওঠো, ঘুমের ভান ভাঙবে কবে বল?
বিপদে ঝাঁপিয়ে পড়ে সবে সাহায্য করি চল!