দু:খ দিয়ে অযথা
কত সুখে আছ সেথা।।
তুমি ছিলে মোর স্বপ্ন
ভালবাসায় ছিলাম নিমগ্ন
ভাবনা শুধু তোর জন্য
অতলে তলাতে দিলে বাঁধা।।
সত্য করার আশায়
কেটেছে কত অমানিশায়
দেখি আজ ও ভাবনায়
প্রেম গিলার চেষ্টা বৃথা।।
আবেগ নিলে ভেবে
উপযাচক ভাবল সবে
ভিত্তিহীন যদি করে নিবে
অস্বীকৃত হল তোর কথা।।
মন গভীরে তাকাও নিজের
গহীন অনুসন্ধানে পাবে বিবেকের
জাগ্রত বাসনা ছিল মনের
জমেছে আজ পাহাড়সম ব্যথা।।