আজও হৃদয় বাগানে ফোটে লাল গোলাপ
ক্ষতবিক্ষত কণ্টকিত সে বাগানে
বিরহ বেদনা কত না সংলাপ
বেদনাসিক্ত সে বাসর শয্যায়
বিস্মৃতির উজান বেয়ে স্মৃতি বৈঠা বায়
জীবনের এই শেষ বেলায়
রাঙিয়ে নেয় নিজেকে শৈশবের আঙিনায়
কৈশোর প্রাঙ্গনে প্রেম উঁকি দেয়
উদ্ধত যৌবন আলিঙ্গনে তার
আজের বার্ধক্যের এই বারবেলায়
বেলা বয়ে যায় আমার
আমি শুয়ে কণ্টক শয্যায়।