বাড়ি এসে আমার ঘামে ভেজা পাঞ্জাবিটা
আমি খুলতে যেই গেলাম,
হঠাৎ করেই তোর গা-এর গন্ধটা এলো আমার নাকে।
আমি তখন মুচকি হেসে ভাবলাম
আজ যখন দেখা হলো
তখন আমার একটা হাত দিয়ে তোর চিবুক তুলে
তোর মুখটা দেখতে আমি ব্যস্ত ছিলাম যখন
তখন বুঝি তোকে এতটাই কাছে টেনে নিয়েছিলাম
যে এখনো লেগে আছিস অনুপমের গানের মতোন
আমার সারা শরীরের এই আবেশ জুড়ে।
অনুভূতি এগুলোই মন ছুয়ে মনের স্মৃতি
এগুলোর মাঝেই আমরা সাধারণ বেঁচে থাকি।
সারাদিনের অক্লান্ত পরিশ্রমে
সারাদিনের মাথা ধরা বিরক্তি
সারাদিনের অনেক অনেক অভিযোগের সূচি
সব যেনো এই অনুভূতির ছলে,
ঠোঁটের কোণে মুচকি হাসি জুড়ে
মিশে যায় ভুলে যাওয়ার পথে।