ওদের মনে গোপন ইচ্ছার সমুদ্র
নিদাঘ তপ্ত প্রহরে বারিধারার মতো
ওরা আঠারোর ঝোড়ো চোখ, অবিশ্বাস্য রক্তাক্ত গোলাপ
প্রত্যাশা-কালবৈশাখীর বিদীর্ণ দুপুরে
প্রকৃতির কোলে মাথা পেতে শোওয়া
ওদের শিকড় পোঁতা মায়ের বুকের মধ্যে
বিস্বাদ্ ভেঙে এগিয়ে যাবার মজা
প্রত্যাশা আর সাফল্যের পর্বতে আরোহণ করা
শৃঙ্খল ভেঙে এগিয়ে যেতে চায়
সমাজের বন্ধ – দরজা দু’হাট করে।
ঈশ্বরের রন্ধনশিল্পে তেঁতো শুক্তোর পদ
এ- সময় কালশিটের চিহ্ন যেন এঁকে না দেয়
যেন- যেন- যেন