একটু একটু করে অন্তলীন করছি
তোমার সবুজ যৌবনের ছায়া,
যেদিকে চায় শুধুই তোমার মৃত্যু
তোমার দেহে এখনো লেগেই আছে
আদিম সৃষ্টি সুখের লালিত্য মায়া
তোমার সবুজ যৌবনের ছায়া,
যেদিকে চায় শুধুই তোমার মৃত্যু
তোমার দেহে এখনো লেগেই আছে
আদিম সৃষ্টি সুখের লালিত্য মায়া
আমার সুখ বিলাসী গ্রাসে তুমি,
তোমার নির্বাক অবসাদ কান্না জানেনা
দিনরাত তোমার প্রাণবায়ু নাশে মত্ত
এ প্রগতি সুখ, মন তা শোনেনা –
তোমায় ফুরিয়ে কিংবা প্রত্যাখ্যানে
বৃহৎ সুনাম সভ্যতার কংক্রিটে।
তোমার নির্বাক অবসাদ কান্না জানেনা
দিনরাত তোমার প্রাণবায়ু নাশে মত্ত
এ প্রগতি সুখ, মন তা শোনেনা –
তোমায় ফুরিয়ে কিংবা প্রত্যাখ্যানে
বৃহৎ সুনাম সভ্যতার কংক্রিটে।
যে তুমি মাতৃ দুগ্ধের ন্যায় বিকল্প হীন
এ কায়ার কোষে কোষে জীবন প্লাবন
সদা সহাস্যে ধ্বনিত প্রেম চুম্বন
তোমার ছায়ায় মাতৃ কোলের বৈভব
এ ধরাবক্ষে তোমারি দান চিরযৌবন।
তুমিহীন আমি মহা শূণ্যের রুপকথা
এ কায়ার কোষে কোষে জীবন প্লাবন
সদা সহাস্যে ধ্বনিত প্রেম চুম্বন
তোমার ছায়ায় মাতৃ কোলের বৈভব
এ ধরাবক্ষে তোমারি দান চিরযৌবন।
তুমিহীন আমি মহা শূণ্যের রুপকথা
আমি হয়ত আত্মনাশী হতে চাইছি –
নইলে, সাধ্য কি মোর তোমায় ফুরিয়ে,
হারিয়ে ভাবতে পারি বাঁচার কথা।
নইলে, সাধ্য কি মোর তোমায় ফুরিয়ে,
হারিয়ে ভাবতে পারি বাঁচার কথা।