রাস্তায় হাঁটবার সময় কতটা খোলামেলা থাকি
জীবনকে ঢেকে রাখি আজীবন,
উঁচু ছাদে থেকেও মুক্তির হাওয়া গুনেছি
রোজ রোজ একই ভুল হয়েছে,
তবু মুখস্থ আওড়াই মিথ্যে মহাকাব্য।
কালবৈশাখীর বেগে উড়ে আসে
হারিয়ে ফেলি ঘুড়ির নিয়ন্ত্রণ,
জোনাকি হয়ে আলো জ্বালিয়ে আলো নেভাই
আমায় আবিষ্কার করে অন্য কেউ।