.
“ঘরে আছো মা !”
একটা খুনখুনে গলা পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে সরলার মা। বুড়োটা আজও এসেছে। গতকাল বিকালবেলায় স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল। ‘মিনতি স্বনির্ভর গোষ্ঠী’ র দলনেত্রী হল সরলার মা। তাই তড়িঘড়ি দরজায় শিকল দিয়ে যেই বেরোতে যাবে অমনি বুড়োটা হাজির।
“কোথাও যাচ্ছিলে মা ?”
.
.
.
.