সাপ
আবদুস সালাম
একটা জীবন নিয়ে কথা হচ্ছিল
রাতের শরীরে আদর মাখা স্বপ্নীল সাপ
বোতলে ভরে নিয়েছি কল্পনা নিরোধক ওষুধ
আর ঘুম পাড়ানী গানের বড়ী
রাতের সীমানায় বন্দী হয়ে আছে তারা মাছ
বিবর্ণমলিন জীবন খোঁজে তৃষ্ণার্ত শিকড়
তরল অভ্যাসে ভেসে যায় গন্তব্য
তীর্থের কাকের মতো বসে আছি অক্ষরের রেকাবি নিয়ে
কাশবনের মাথার উপর ঝুলছে দুঃখ রঙের কুঁড়েঘর
ভালোবাসার উঠোন জুড়ে বাসা বেঁধেছে আদিসাপ ।
প্রেম
আবদুস সালাম
স্রোতের টানে নিরন্তর ভেসে যাওয়া
অন্ধকারের ভীড়ে নিমন্ত্রিত যুদ্ধক্ষেত্র
পাড় ভেঙে যায়
বিনম্র অন্ধকার হাঁতড়ে জাপটে ধরি দাঁড়- ভাঙা নৌকা
বালুচর ডিঙিয়ে রাত ভোর হয়
হাবুডুবু খায় রক্ত মাখা ভোরের নিশান
চিৎকারে কেঁপে ওঠে অমোঘ বধ্যভূমি
বিরুদ্ধতার নিশান ঝুলছে সংসারে
সবুজ ঘাসে ঝলসে উঠেছে বিষন্ন মশাল
সময়ে অসময়ে ছূঁড়ে ফেলি চিত্তশুদ্ধির আরক
দ্বায়িত্বহীন সেতার তোলে ঝংকার
হাততালির সংলাপে পান্ডুলিপি ভরে যায়
নিমন্ত্রিত সংসারে অনিমন্ত্রণ ঢুকে পড়ে
অসময়ের বুকে প্লাবন ঢুকে পড়ুক সমৃদ্ধির
স্নিগ্ধ সকালে পার হয়ে যাবো উৎকন্ঠার ঊপকূল
মলিন উঠোনে নেমে আসুক সূর্য