কিছু নির্মিত সম্পর্কের গুমোট বাতাস
ঝড়ের আদলে পথ গড়ে আপন সুখে,
আমার তোমার গুটি কয়েক প্রাচীন শব্দে
হেলান দিয়ে হাসি ফোটায় মুখে।
সব স্পষ্টতা অস্পষ্ট অহংকারে সীমিত,
আশা নিছকি সকালের মিষ্টি আগুনে
ঘুমভাঙা পতঙ্গের ডানা মেলা, বাধ্যতায়।
তারপর —
পুড়ে ছায় হয়ে আস্ত ছাপাখানা
অবাধ্য আক্ষেপ কালো হয়ে
আক্ষরিক প্রকাশে রত দিনরাত,
অবসন্ন প্রয়াস তবু খুজে ফিরে
আবার ভগ্নস্তুপে আশ্বাস বৃষ্টি হয়
মাথাচাড়া দিতে দেখি আপনারে।