জ্বলছে গুল্ম,জ্বলছে লতা,
জ্বলছে বৃক্ষসারি।
আকাশ জুড়ে কালো ধোঁয়া,
পোড়া গন্ধে বাতাস ভারী।
মরছে পশু,মরছে পাখি,
আরও কত শত প্রাণী।
হিসেব তার কে রাখে ভাই
হচ্ছে লাখো জীবনহানি।
দাউ দাউ দাউ জ্বলছে দেখ
আমাজনের বন।
নিঃশেষ আজ মা ধরিত্রী
হারিয়ে সবুজ ধন।
প্রাণের বাতাস যে জোগাত,
আজ সে কাঁদছে তারস্বরে,
বলছে ‘আমায় বাঁচা তোরা,
নচেৎ ধ্বংস হবি ওরে।’