আমাজনে জ্বলছে আগুন, মরছে প্রাণী কত শত
ঠুঁটো হয়ে আছে বসে মাছি মারার কেরানী যত।
বাঘ পালাচ্ছে প্রাণের ভয়ে, মরছে পুড়ে কত হাতি
এই সময়েও হাত গুটিয়ে থাকবে তুমি ওগোসাথি?
না হয় ওরা পশু হল ওদেরও তো আছে প্রাণ
কু – ক্ষণের কু-অভ্যাসে করবে জীবন বলিদান।
ভোগ বাসনায় জবর তুমি রাখো ঢের খবর।
তেলের খনি পেতে মণি খুঁড়ছ না তো কবর।।
তোমার দানে পৃথিবীতে আসছে ধেয়ে দূষণ
তবুও তুমি ছেঁচোড় বলে মুদবে না আজ নয়ন।
লাভের কড়ি গুণতে তোমার লাগবে না বেশি দিন
সব হারিয়ে হাত বাড়িয়ে পরিবেশে লাগাম দিন।।