আমার ভাদর , আমার ভাদু
আমার রাঙামাটি ;
আমার পলাশ , আমার মহুল
আমার বসতবাটি ;

ভাদু আমার গাঁয়ের মেয়ে
বৃষ্টিঝরা রূপ ;
ভাদু আমার শস্য শ্যামল
প্রান্তিক অপরূপ ;

তোমার জন্য বেঁধে দেবো
নতুন ভাদু গান ;
তোমার জন্য রেখে দেবো
সহজ সরল প্রাণ ;

আমরা বাঁচি ভাদু গানে
ভাদু পরব এলে ;
তুমিও বাঁচো দূরে থেকে
ভাদু গান মেলে ……।