আজব আজব স্বপ্ন গুলো
আমিই দেখি একা?
নাকি তোমরাও আছো দলে?
যাও কি হয়ে বোকা?
হাতের ডানায় বাতাস কেটে
আকাশ পথে উড়ি
হটাৎ ভয়ে ঘুম ভেঙে যায়
পাছে আমি পড়ি।
কখনো বা স্বপ্ন দেখি
নেইকো সময় হাতে
পরীক্ষা টা যাচ্ছে হয়ে
পারছি না পৌঁছাতে।
ধপাস করে যাচ্ছি পড়ে
খাটের থেকে যখন
ঘুমের ব্যাঘাত ভীষণ ভাবে
জেগে উঠি তখন।
কখনও বা দেখছি আমি
পেয়ারার ঐ গাছে
ডাঁসা গুলো খাচ্ছি বেছে
দারুন ঝুলে আছে।
দুঃখ ভরা স্বপ্নে আমি
ফুঁপিযে কেঁদে উঠি
খুশী মজার স্বপন দেখে
হেসেই কুটিপাটি।
জেগে জেগে স্বপ্ন দেখি
শরীর খারাপ হলে
মারন রোগ হল বুঝি
কি আছে কপালে?