এখনো চলেছি সেই নিরুদ্দেশের পথে….
সূর্য যেনো পশ্চিম দিকে হেলে পড়েছে।নদীর তীর থেকে আসছে সুমধুর ভাটিয়ালি গান।আর সেই সময় ঠিক সেই সময় পেছন থেকে কে যেনো ডাকলো—-“ও মেয়ে এদিকে শুনে যাও”।দেখা হলো—-
আমাদের আবার দেখা হলো।দেখা হলো সেই বৃদ্ধার সাথে।এবার যেনো প্রশ্নটা বদলে গেলো…সে বললেন——“কেমন লাগছে এই সংসার??”।আমি বললাম “বেশ ভালো”.।এই সংসার বাঁধনহারা। কেমন যেনো উত্তেজিত হয়ে তিনি বললেন——“জীবনের মোহ মায়া ত্যাগ করা সোজা নয়”।কিন্তু আমি চাই জীবনকে জয় করতে..চাই সমস্ত বৃক্ষের কাছে নত হতে..
কারণ সে আমায় দাতা হতে শেখায়।সূর্যের কিরণ যখন নদী স্রোতে মিশে যায় তখন আমিও যেনো মিলিয়ে যাই।আমি প্রকৃতির সভাকে অন্তরের জারক রসে জারিত করতে চাই।আর চাই আমার এই অগোছালো “আমি” কে ত্যাগ করতে। হঠাৎ সামনের দিকে চেয়ে দেখি সে নেই। কোথায় সে???? কোথায়???তাকে খুঁজতে খুঁজতে চললাম দূরে…… বহুদূরে………