আয় আয় বিষ্টি
তোকে দেব মিষ্টি।
খাবি দাবি
গান গাবি
ভেকের সাথে দিনে রাতে
খেলবি তোরা একসাথে
পুকুর নদী হবে যে স্টেজ
বলবে ডেকে , ‘আয় না ভেজ।’
‘চলবে না, আর ভেজা’
মা বলবে সোজা
গামছায় মুছিয়ে মাথা,
বলবে’ অনাসৃষ্টি।’
আয় আয় বৃষ্টি।।
বর্ষকালে বৃষ্টি হলে
আসে মাছ হরপা জলে
ধানের চাষ হবে মনের মত
ঘুচবে দুঃখ ঋণের ক্ষত
বাঁচবে চাষী আবার আসায়।
আয় বৃষ্টি আয়।