
.
.জানি না, সত্যিই আমি জানি না কেন
ফুটকির তফাতে পাল্টে যায় নাম।
মনের বিকারে বারে বারে উঠে আসে
বদলার বদনাম।
জঞ্জালে জঞ্জালে ঠকছে দেশ,
দ্বেষে দ্বেষে – – দিশাহীন।
অপদার্থের জগতে হৃদয়
নয় আর রঙিন।
.
.
অজুত নক্ষত্র ফোটা আকাশের কোল
ঝিলমিল আজ বেদনার বিকারে
পদাতিক তবু প্রহরায় রাত জাগে
বল কে ফেরাবে তারে?
মনের মাধুর্যে মত মেলে না
মালবিকার মনে হিংসা কত
পথের দাবী আজ চোখ মেলে দেখে
দুর্ভাবনার সিদ্ধাই যত।
লাশের পরে পাশ ফিরে তাই
দেখছি মোরা রোজ যে মিছিল।
মৃত্যু পথে পৃথক রথে
আর কত দিন তুলবে পাঁচিল ?