১
স্বপ্নের ভেতর ঘুমিয়ে আছে ঈগল স্নান
পৃথিবী বাঁচিয়ে রেখো, চেতনার সবুজ রঙে
গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক সমস্যার মধ্যে স্বপ্ন কেমন ম্লান পরি । ঠিক ঘর গড়া অরণ্য সন্ন্যাসীর উড়ু উড়ু মন, ছেঁড়া ছেঁড়া জীবনে মন খারাপের বাউল
উড়তে দিও উদ্বায়ি শরীর, দ্বিপদ গমণ
জানা হয় নাই জগৎ কিংবা নির্জন প্রেম
তাই ফিরে ফিরে যাচে লোভ, জ্যোৎস্না জীবন।
.
.
২
দুঃখের ভিতর আর একটা দুঃখ
ভুলে যাও আপন আপণ
বিতরিত হৃদয় দোলায়
তৃপ্ত হোক বুভুক্ষু মালা
এক লহমায় জীবন্ত, আস্ত জীবন এক
কোন এক সমাজ সেবায় ধন্য
প্রেমিক মানুষের কাছে চলে কাব্য ধর্মকথা
তাই বসন্ত রাত হয়ে ওঠে আলোর বর্ণমালা
.
.
৩
ভেতরে পোষ্য এক পাখি
কথা বলে স্বপ্ন দেখায়
হতে পারে অসীম আকাশ
সমাজের কোণে কোণে ফাগুন
একটা কথা বলে যায় বোষ্টম সুরে
অযথা আমার আমি হেরে যায়
পদ্মপাতার টলমলে জীবন যৌবন
না থেমে সবুজ জীবন
গেয়ে যায় ধিন তাক বরষার মন।
.
.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika