আল্লাহ বা স্রষ্টার প্রতি অনুযোগ

আল্লাহ বা স্রষ্টার প্রতি অনুযোগ

কাশিপুর হিন্দুর গাঁ, দাপটে জমিদার
তর্ক রত্নের মতো পুরোহিত যার।
গোফুরকে রাম রাজত্বে থাকার কথা বলে
মহেষকে খড় খেতে না দেওয়ার জন্য
গোফুরকে মানষিক আঘাত করতেও পারে।
চার গাদা খড় থাকা সত্ত্বেও – –
মাত্র দু আটি খড় ধার দেবে না
অযুহাত দেখায়, বলে শোধ দিতে যে পারবে না।
গোফুর শেষ অবধি ফুলবেড়ের চটকলে
কাজে যেতে একদা বাধ্য যে হয়ে ছিলে।
গফুরের অনুযোগ – – –
” যে তোমার দেওয়া মাঠের ঘাস
তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি
তার কসুর যেন কখনো মাপ কোর না।
শরৎ বাবু তোমার কলমে কি অনুযোগ
সাহিত্য সৃষ্টির অন্তরালে সেদিন রেখে ছিলে ?
সমাজে অন্যায় অত্যাচার চলছে কালে কালে।

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply