আশা ডানা মেলে আকাশে
তার সৌন্দর্য ঝরে পড়ে পালকে পালকে,
হৃদয় প্রোথিত সে পালক রাশে
শব্দহীন গানের মুর্চ্ছনা তার সুরে
অন্তহীন গান ভেসে আসে বাতাসে।
.
মৃদুমন্দ বাতাসে মধুরতম সে গান
বাজে আমার শ্রবণে—-
কিন্তু তুফান বিপর্যয় ডেকে আনে
বিপর্যস্ত করে সে খুদে পাখিকে
তাও সে গেয়ে চলে
শক্তি যোগায় সকলে।
.
আমি শুনেছি সে গান হিমেলা রাতে
শীতলতম সে দেশে
উত্তাল সমুদ্র মাঝে
চূড়ান্ত বিপর্যয়ে,
সে কখনও আমাকে
দেয় নি ভেঙে পড়তে
জেগে থাকে আশা আমার হৃদয়ে।
.
.
.
.
.
.
Hope” is the thing with feathers
That perches in the soul
And sings the tune without the words
And never stops at all
.
And sweetest in the Gale is heard
And sore must be the storm —
That could abash the little Bird
That kept so many warm —
.
I’ve heard it in the chillest land —
And on the strangest Sea —
Yet, never, in Extremity,
It asked a crumb — of Me.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika