তোমার জন্য রাখতে পারি এ পৃথিবী ;
যেখানে দিগন্তরেখা আকাশ ছুঁয়ে থাকে ,
ছুঁয়ে থাকে মাটি …
তোমার জন্য রাখতে পারি এ মহীরুহ ;
যে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বাঁচার ঔষুধি ,
আশ্রয় স্থল …
তোমার জন্য রাখতে পারি এ নদী ;
বুক জুড়ে যার ভাটিয়ালি গান ,
জল-জীবনের বারমাস্যা …
তোমায় দিলাম পক্ষীরাজের ঘোড়া ;
সাত সমুদ্র তের নদী ….
তোমায় দিলাম সোনার কাঠি রুপোর কাঠি ;
অচিনপুরের রাজকুমারী …
হাতে তোমার ঢাল তলোয়ার ;
যুদ্ধ জয়ের গল্প শোনাও
আমায় ।।