আছে কল
নাই জল
এ যে বড় হেপারে রে।
কি করে
জল পরে
লেখে নি তো পেপারে।
পেয়ে জল
মনো-বল
ঠিক মতো বাড়ে কি?
দুধ হতে
হাতে হাতে
পাওয়া যায় ঘি কি?
তোফা জলে
কোলাহলে
মন রেখে নাই লাভ।
বন জুড়ে
ঘুরে ঘুরে
বাড়ে শুধু মনস্তাপ।
গাছ কেটে
নাক কেটে
করে যারা ইমারত
জল বিনা
বাড়ে দেনা
কে জানে কী ভবিষ্যৎ
পরিবেশ
হরি বেশ
প্রমত্ত বিলাসে!
জল নাই
তাই ভাই
ঢু ঢু কি গেলাসে?
বলি স্পষ্ট
জল নষ্ট
করবে না একদম।
জল ছাড়া
প্রাণ কাড়া
আসবে যে যম।।