ইচ্ছে বাধার আমার সাথে ভাব
তাদের মধ্যে লেগেই থাকে আড়ি
ইচ্ছে বাধার মাঝে থাকি আমি
আমায় নিয়ে করে কাড়াকাড়ি।
ইচ্ছে আমায় বড্ড ভালোবাসে
তাই আমাকে এগিয়ে যেতে ডাকে
ভালোবাসা কম পড়ে যায় পাছে
তাইতো বাধা আঁকড়ে ধরে থাকে।
ইচ্ছের আবার আছে দুটি ডানা
চাই আমাকে পৌছে দিতে দুরে
ভাবে বাধা বাঁধন ছাড়া আমি
বাঁধতে তাই পাঁচিল দিয়ে ঘিরে।
ইচ্ছে যখন বলে আমার কানে
হতে হবে তোমায় অনেক বড়
বাধা বলে ছোট আছো ভালো
নয়তো আমি যাব হয়ে জড়।
ইচ্ছে বাধার লড়াই ভারী মজার
আমায় নিয়ে করে টানাটানি
পারি না যে ভাব করাতে আমি
যাচ্ছে পিষে আমার জীবনখানি।