.
.
অক্ষরগুলোর ক্ষয় নেই বিচ্ছুরণগুলো
মাখে ,হৃদয় পাখনা মেলে শিশিরকণার মতো
রাতের বাতাসে ঘাসগুলো স্পর্শ করে
জমে যায়
নাকছাবির মতো….
.
.
চাঁদেরা ভোর রাতে যে যার বাড়ি যায়
কেউ কেউ শিউলির তলায় শুয়ে থাকে
ঘুমোয়…
সূর্যরা সাত সক্কালেই পাড়ায় পাড়ায়
আলোটুকু বিক্রি করে দ্যায়,তারপর..
সারা দূপুর বিকেলের শেষে গোধূলির
ধূলো মাখে….
চাঁদেরা ডুবে সূর্যেরাও তাই
শুকতারারা ভোরবেলায় পুড়ে পুড়ে ছাই
অক্ষরগুলি দেহে মাখিয়ে
ধ্রুবতারাদের সাথে কথা বলি
রাতে……..
পার্থিব কিছুই চাই না জড়ো হয়
কবিতা নয় শব্দজাল গুলি ছড়িয়ে দিচ্ছি
অর্ন্তজালে, নাও নিঃস্ব করো |
ভোরের আকাশ উলঙ্গ,.আমিও..
চোখের আড়ালে গুটি গুটি পায়ে
প্রিয় জাম গাছটির কাছে ফিরে এসেছি
কথা বলি উন্মাদের মতো প্রাকৃতিক ভাষায়
কান্নায় কবিতায়…প্রকৃতিই শোনে |
অব্যক্ত……