পুটি, রুই-কাতলা, ঢেলা-মলা, কৈ শাকে
পান্তা খেলাম এবারকার এ বৈশাখে।
বেগুন ভাজা, পিঁয়াজ, কাচা লংকার ঝাল
বেগুন ভর্তা, আলু ভর্তা, খেলাম ভর্তা ডাল।
ভাই বলছি আমি খাইনি ইলিশ বৈশাখে
তাই দুপুরে খাই মোরগ পোলাও দই-পাকে।
ইলিশ যাবে শশুড়বাড়ি বাদ্য-বাজনা বাজাস না
বলি ইলিশ নামে ঝাটকা কেউ আর খাস না।
ইলিশের বাড়ি ইলিশ থাক, জেলে থালায় নয়
ঝাটকা ধরা বন্ধ হলেই ইলিশ পাবি, মিথ্যে নয়।
ঝাটকাতে কি ইলিশের স্বাদ হয় বলো
ঝাটকা ধরা বিক্রি করা বন্ধ করি চলো।