.
উদ্যাম আদিম আতঙ্ক আর উৎস হতে উৎসারিত স্নেহ
.
মিলেছিল একসাথে, প্রকৃতির যেথা পন্নগেহ
.
অবিরাম আলোকধারায় করেছিল স্নান।
.
একদিন সেইপথ ধরে হৃদয়ের যত হাসিগান
.
বেজেছিল যেসুরে হঠাৎ সে আমার উত্তরবঙ্গ তুমি।
.
তোমার চোখের ইশারায় আমারে চিনেছি আজ আমি।
.
যুবতীর উদ্ধত স্তনের মতন পাহাড়ের চূড়া বনানীর মাঝে
.
আকাশচুম্বন করে ফেরে। জ্যোৎস্নামাখা দামালেরা নাচে
.
চায়ের ঝোপের ফাকে প্রহত মূরজার তালে তালে।
.
বিস্তীর্ণ উপত্যকার বৃক্ষরাজি ঝর্ণার শব্দের সাথে মিলে
নিয়ে চলে দূর স্বপ্নলোকে।
.
চন্দ্রের আলোকে – –
.
ছায়া পড়ে হ্রদের জলে জলখেতে আসা শ্বাপদের যত,
.
মৃদুমন্দ বাতাসেরা গেয়ে চলে গান। মৃত্যুর মতো
.
রাত্রি আসে পেঁচার চিৎকারে ভর করে।
.
চেয়ে থাকে জোনাকিরা আলো মেখে, – অরণ্যের পরে
.
কেউ যেন গেয়ে যায় ঘুমপাড়ানিয়া গান মায়ের মতন।
.
ঘুম আসে, জেগে থাকে বনস্থলি বুকে নিয়ে আগামীর সবুজ স্বপন।
.