অযুত বেদনা নিয়ে
সাশ্রু নয়নে কোনোমতে বেঁচে আছি।
তুমি বলছো’উত্তর জানা নেই’
কিন্তু উত্তর আছে
তোমার কাছেই
তাই তোমার অখন্ড নীরবতা।
তুমিই পারো
সমস্ত প্রশ্ন উত্তরের সীমারেখা ভেঙে
তোমার জোছনায় সিক্ত করতে পারো আমাকে।
আর উত্তর আছে
তোমাতে সিক্ত
তোমার দহনে
আমার মৃত্যুতে।
এখানে লেখক তার ভালোবাসার কাছ থেকে তার নিজের মুখে ভালোবাসার কথা শুনতে চাইছেন। কিন্তু সে জানাচ্ছে এ বিষয়ে তার উত্তর জানা নেই। কিন্তু লেখক জানে এর উত্তর একমাত্র সেই জানে..আর এর উত্তর জানে মৃত্যু।
যেখানে সমস্ত কিছুর অবসান হয়।